Header Top

নচ নিয়ে গুগলের কড়াকড়ি

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দীর্ঘ সময় ধরে গবেষণার পর গুগল ফোনের ডিসপ্লে কোথায় কিভাবে কাটা যাবে তা নিয়ে তৈরি করেছে নীতিমালা। তারা সাফ জানিয়ে দিয়েছে, ফোনের ডিসপ্লে যদি কাটতেই হয় তাহলে দুটি জায়গার বেশি কাটা যাবে না।

তারা ডিসপ্লের ওপরের মাঝখানে, নিচের মাঝখানে, ডান কোনায়, বাম কোনায়, চারপাশে এবং শুধু নিচে নচ রেখে ইন্টারফেইস ডিজাইন করে পরীক্ষা চালিয়েছে। এতে উঠে এসেছে যে নচ রাখতে হলে ডিসপ্লের ওপরে রাখাই ভাল। তবে প্রয়োজনে ডিসপ্লের নিচেও দেয়া যেতে পারে নচ। তবে কোনায় দেয়া যাবে না।

তার মানে এই নয় যে নির্মাতারা চাইলেও আর নিজেদের ইচ্ছেমতো ডিসপ্লে কাঁটতে পারবেন না। সেক্ষেত্রে গুগলের তৈরি করে দেয়া ইন্টারফেইস কাজ করবে না, নির্মাতাকে নিজ উদ্যোগে ইন্টারফেইস নচের সঙ্গে সঙ্গতি রেখে ঢেলে সাজাতে হবে।

সামনে দুটি নচ যুক্ত ফোন নিয়ে হাজির হতে পারে জেডটিই। আর গুগল আগামী অক্টোবরেই আনছে নচ যুক্ত পিক্সেল ৩ এক্সএল ফোন।

ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন