ইজি ডটকমের রিচার্জ সুবিধা দারাজে

SSL-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দারাজের সঙ্গে হাত মিলিয়েছে এসএসএল ওয়্যারলেস।

এসএসএলের সঙ্গে চুক্তির ফলে ইজি ডটকমের রিচার্জ সুবিধাগুলো এখন দারাজে পাওয়া যাবে।

দারাজ বাংলাদেশের বনানী সদর দফতরে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক ও এসএসএল ওয়্যারলেসের সিওও আশিষ চক্রবর্তী নিজ নিজে প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

Techshohor Youtube

ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, চুক্তির ফলে দারাজ ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে এখন যে কোনো সময়ে সহজেই পাওয়া যাবে মোবাইল টপ-আপের সুবিধা।

এসএসএল ওয়্যারলেসের সিওও আশিষ চক্রবর্তী বলেন, দারাজ ওয়েবসাইটের মাধ্যমে আমরা আরও বেশি সংখ্যক ক্রেতাদের কাছে খুব সহজেই পৌঁছতে পারবো।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে দারাজ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ইয়াসির আহসান। এসএসএল ওয়্যারলেসের পক্ষ থেকে ছিলেন সিটিও শাহজাদা রেদওয়ান।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন