![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় কন্টাক্ট সেন্টার এবং দ্বিতীয় শ্রেষ্ঠ আউটসোর্সিং পার্টনারশিপ হিসেবে স্বীকৃতি পেয়েছে জেনেক্স ইনফোসিস।
কন্টাক্ট সেন্টার এবং গ্রাহক সংশ্লিষ্টতা তৈরির কোম্পানিগুলোর বৈশ্বিক সংস্থা কন্টাক্ট সেন্টার ওয়ার্ল্ড এ স্বীকৃতি দেয়।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পরপর দ্বিতীয়বারের মত ‘দ্য টপ প্লেসটুওয়ার্ক’ হিসেবেও জেনেক্স ইনফোসিস স্বীকৃতি পেয়েছে।
চলতি জুলাই মাসে ম্যাকাওতে আয়োজিত এক অনুষ্ঠানে জেনেক্স ইনফোসিসের ভাইস প্রেসিডেন্ট দীপ্ত ঘোষাল এ পদকগুলো গ্রহণ করেন।
জেনেক্সের ব্যবস্থাপনা পরিচালক আদনান ইমাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রিন্স মজুমদার যৌথভাবে প্রতিষ্ঠানের কর্মী এবং অংশীদারদেরকে তাদের প্রচেষ্টা এবং আস্থার জন্য ধন্যবাদ জানান।
তারা বলেন, পরপর দুই বছর এ পুরস্কার প্রাপ্তি প্রমাণ করে যে বৈশ্বিক অঙ্গনে সব শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সেরাদের সেরা হওয়ার যোগ্যতা ও দক্ষতা আমাদের রয়েছে।
দেশের ডিজিটাল রূপান্তর এবং বাংলাদেশকে পরবর্তী আউটসোর্সিং ও আইটি ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত করার পথকে সুগম করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি