![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ের নিজস্ব কিরিন সিরিজে আসছে নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর।
কিরিন ৯৮০ প্রসেসরটি তৈরি করা হবে অত্যাধুনিক ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে।
প্রসেসরটির সর্বোচ্চ গতি হবে ২ দশমিক ৮ গিগাহার্জ। কোর দেয়া হবে ৮টি, যার মধ্যে ৪টি হবে শক্তিশালী কর্টেক্স এ৭৭ প্রযুক্তির আর ৪টি হবে ব্যাটারি সাশ্রয়ী কর্টেক্স এ৫৫ প্রযুক্তির। জিপিউ অবশ্য হুয়াওয়ের নিজস্ব ডিজাইনের হবে, যা এবারই প্রথম।
হুয়াওয়ে নিজস্ব জিপিউ তৈরি নিয়ে কাজ করছিল অনেকদিন ধরেই। এবারই প্রথম তার ফলাফল দেখা যাবে।
এর মধ্যেই প্রসেসরটি আনটুটু বেঞ্চমার্কের সাইট ঘুরে এসেছে, ফলাফল সেটি পেয়েছে ৩ লাখ ৫০ হাজার পয়েন্টেরও বেশি। যেখানে বর্তমান অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ ৩ লাখ ছুঁতে পারছে না।
প্রসেসরটির দেখা মিলবে হুয়াওয়ে মেট ২০ আর মেট ২০ প্রো ফোনে। আসন্ন আইএফএ সম্মেলনে সেটি উন্মোচন হবার কথা রয়েছে।
গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি