আসুস আনলো গেইমিং ল্যাপটপ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আসুসের অষ্টম প্রজন্মের গেইমিং নোটবুক জিএল৫০৩জিই বাজারে এনেছে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।

তাইওয়ানিজ প্রযুক্তি নির্মাতা আসুসের গেইমিং ল্যাপটপটি শুধু গেইমখেলার জন্যই নয়, বরং বিনোদন, অফিসিয়াল ডিজাইনিং, ভিডিও এডিটিং এর মত কাজ করার জন্য বিশেষভাবে তৈরি।

ল্যাপটপটিতে দীর্ঘসময় ধরে গেইম খেলার জন্য রয়েছে অ্যান্টি ডাস্ট কুলিং সিস্টেম যার ফলে ল্যাপটপের তাপমাত্রা অতিরিক্ত হবে না। এতে থাকছে ১৫.৬ ইঞ্চির ফুল এইডি ডিসপ্লে যার ফলে স্বচ্ছ ও প্রাণবন্ত লাগবে যে কোন ভিডিও।

Techshohor Youtube

এছাড়াও এতে রয়েছে ইন্টেল কোরআই-৫ ও কোরআই-৭ প্রসেসর যা যথাক্রমে ৮ গিগাবাইট এবং ১৬ গিগাবাইট র‌্যাম সমৃদ্ধ।

এক টেরাবাইট হার্ডডিস্ক ও ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ রয়েছে ডিভাইসটিতে। ল্যাপটপটির ওজন ২.৬০ কেজি।

ল্যাপটপটিতে রয়েছে এনভিডিয়া জির্ফোস জিটিএক্স ১০৫০টিআই সিরিজের ৪জিবি গ্রাফিক্স যা দিবে চমৎকার ভিডিও ও গেইমিং অভিজ্ঞতা।

গেইমিং এই ল্যাপটপটির মূল্য এক লাখ তিন হাজার টাকা থেকে শুরু। ২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবালব্র্যান্ডের যে কোন শাখায়।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন