![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্রাদার বাজারে নতুন ইঙ্কজেট প্রিন্টার এনেছে প্রযুক্তিপণ্য বাজারজাতকরণ প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।
প্রিন্টারগুলোর মডেল হলো, ডিসিপি-টি৩১০, ডিসিপি-টি৫১০ডব্লিউ এবং ডিসিপি-টি৭১০ডব্লিউ।
যে কোন ধরনের ফটোপেপার কিংবা গ্লোসি পেপারে এই প্রিন্টার দিয়ে সহজেই প্রিন্ট করা যায়।
প্রতিটি প্রিন্টারে মোট দুইটি ট্রে আছে। এর ওপরে থাকে ম্যানুয়াল ফিড স্লট যা থেকে সর্বোচ্চ ৩০০ জিএসএম পর্যন্ত মোটা কাগজ প্রিন্ট করা যায়। আর নিচে থাকে ১৫০ শিটের ইনপুট ট্রে যা ডকুমেন্ট প্রিন্টে ব্যবহার করা যায়।
প্রিন্টারটিতে এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে গ্লোবালব্র্যান্ড।
আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি