Techno Header Top and Before feature image

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এল ব্রেইল মোবাইল ফোন

phone-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বে দৃষ্টি প্রতিবন্ধীদের সংখ্যা নেহাত কম নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে শুধু বাংলাদেশে মোট জনসংখ্যার ১০ শতাংশ দৃষ্টি প্রতিবন্ধী। এতদিন এসব ব্যক্তিরা মোবাইল ফোন ব্যবহার থেকে বঞ্চিত ছিলেন। এবার তাদের জন্য সুখবর এনেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ওনফোন।

প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের জোয়ারে মোবাইল ফোন এখন একটি প্রয়োজনীয় গ্যাজেট। কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগী কোনো মোবাইল ফোন না থাকায় ওনফোন তাদের কথা ভেবে সর্বপ্রথম ব্রেইল পদ্ধতির এ ফোন বাজারে এনেছে।

phone-techshohor

বিশেষ এ ফোনটিকে বলা হয় ব্রেইলভিত্তিক ফোন। ফোনটি ব্যবহার করে একজন অন্ধ ব্যক্তি ফোন কল করা, রিসিভ করাসহ সাধারণ মোবাইল ফোনের মতো প্রায় সকল কার্যকলাপ করতে পারবেন।

মোবাইলটির কিবোর্ডে আগে থেকেই পরিবার ও বন্ধুদের ফোন নাম্বার স্পিড ডায়াল হিসাবে রাখার ব্যবস্থার রয়েছে। যার ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা খুব সহজে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ফোনটিতে থ্রিডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে যারা ব্রেইল পদ্ধতি ব্যবহার করতে পারে না সেসব প্রতিবন্ধীরাও হাতের স্পর্শে বুঝতে পারবে হ্যান্ডসেটটির ফিচারগুলো।

বর্তমানে ফোনটি শুধু যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাচ্ছে। এটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ পাউন্ড।

– বিবিসি অবলম্বনে তুসিন আহমেদ

*

*