Header Top

বেজোস এখন ১৫০ বিলিয়নের মালিক

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যামাজনের প্রতিষ্ঠাতা  জেফ বেজোসের সম্পদের পরিমাণ এখন দেড়শো বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার যে ইনডেক্স প্রকাশ করেছে সেখাতে তার এই পরিমাণ সম্পদের কথা বলা হয়েছে। গত ১২ মাসে তার নেট সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অন্তত ৬০ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকে এখন তিনি পিছনে ফেলেছেন। বিল গেটস অবশ্য ১৯৯৯ সাল থেকেই শীর্ষ ধনীর তালিকায় থেকেছেন।

দ্বিতীয় অবস্থানে থাকা বিল গেটসের সম্পদের পরিমাণ এখন ৯৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রয়েছে ১৯৯৬ সাল থেকেই তার কাছে রয়েছে অন্তত ৭০০ মিলিয়ন ডলারের মাইক্রোসফটের শেয়ার এবং নগদ ২.৯ বিলিয়ন মার্কিন ডলার।

 ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, তিনি বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে নগদ অর্থ এবং সম্পদ দান করেছেন।

বেজোস বলছেন, তিনি প্রতিবছর এক বিলিয়ন ডলারের শেয়ার স্টক বিক্রি করেন ব্লু অরিজিন নামের একটি ফান্ড তৈরির জন্য। কমার্সিয়াল স্পেস ট্রাভেলসের জন্য তিনি এই প্রোজেক্ট প্রতিষ্ঠা করেন।

এটাই যে বেজোসের প্রথম শীর্ষ ধনী হওয়ার খবর তা নয়। এর আগেই তিনি ওই অবস্থানে উঠে এসেছিলেন অ্যামাজনের শেয়ারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে। সেটা গত বছরের জুলাইতেও ছিল।

মূলত অনেক সময় দেখা যায়, শেয়ারের দামের সঙ্গে তাদের সম্পদের পরিমাণ কম বেশি হওয়ায় এই অবস্থান বদল হয়।

বিবিসি অবলম্বনে ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন