![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্রিটিশ ইঞ্জিন নির্মাতা কোম্পানি রোলস রয়েস ফ্লাইং ট্যাক্সি নির্মাণের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ‘ইলেক্ট্রিক ভার্টিকাল টেক অফ ও ল্যান্ডিং ভেইকাল’ এর নকশাও তৈরি করেছে।
এতে একসঙ্গে চার থেকে পাঁচ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ঘণ্টায় এটি ৪০২ কিলোমিটার গতিতে ৮০০ কিলোমিটার চলতে পারবে। এতে ব্যবহার করা হবে প্রপালশন ইঞ্জিন।
অত্যাধুনিক এই এয়ারক্রাফট তৈরিতে কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে রোলস রয়েস।
এর পাখাগুলো ৯০ ডিগ্রি কোণে ঘুরতে পারবে। তাই এয়ারক্রাফটটি লম্বালম্বিভাবে টেক অফ ও ল্যান্ড করতে সক্ষম হবে। প্রচলিত হেলিপোর্ট ও এয়ারপোর্টে ওঠা নামা করতে পারবে ইলেক্ট্রিক ভার্টিকাল ভেইকেল।
কোম্পানিটি ২০২০ সালের মধ্যে এয়ারক্রাফটটি আকাশে ওড়াতে চায়। ব্যক্তিগত, পরিবহণ সেবা, লজিস্টিক ও সেনাবাহিনীর কাজে এটি ব্যবহার করা হবে।
শুধু রোলস রয়েসই নয় এয়ারবাস, উবারসহ আরও কিছু স্টার্টআপ অত্যাধুনিক উড়ন্ত ট্যাক্সি সেবা দিতে কাজ চালিয়ে যাচ্ছে।
বিবিসি অবলম্বনে আনিকা জীনাত