![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইপ্যাডের জন্য ফটোশপের পূর্ণাঙ্গ সংস্করণ আনছে অ্যাডোবি।
প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অফিসার ফর ক্রিয়েটিভ ক্লাউড স্কট বেলস্কি এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ফটোশপের মতো অত্যাধুনিক ও শক্তিশালী কিছু তৈরি করতে অনেক কিছু প্রয়োজন হয়। যতো দ্রুত সম্ভব অ্যাপটি আমি বাজারে আনতে চাই।
কম্পিউটার থেকে দূরে থাকলেও ফোনের মাধ্যমে এডিটিংয়ের কাজ সারতে বহুদিন ধরেই ব্যবহারকারীরা পূর্ণাঙ্গ একটি মোবাইল ফটোশপের দাবি জানিয়ে আসছিলেন। তাদের চাহিদার কথা চিন্তা করেই অডোবি ফটোশপ অ্যাপটি তৈরি করা হচ্ছে।
বাজারে আসলে অ্যাডোবি ফটোশপকে পাল্লা দিতে হবে অ্যাফিনিটি ফটো ও পিক্সেলম্যাটোর মতো লেয়ারভিত্তিক এডিটিং অ্যাপের সঙ্গে।
চলতি বছরের অক্টোবরে এ ব্যাপারে প্রতিষ্ঠানটি ঘোষণা দেবে। আগামী বছরই অ্যাপটি আইপ্যাডে যুক্ত হতে যাচ্ছে।
এর আগে অ্যাডোবি আইওএস প্ল্যাটফর্মের জন্য ফটো এক্সপ্রেস নামে একটি অ্যাপ ছাড়লেও তা ডেক্সটপ সংস্করণের মতো জনপ্রিয়তা পায়নি।
দ্য নেক্সট ওয়েব অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি