Techno Header Top and Before feature image

গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ে ফেইসবুক জুড়ে অভিনন্দন

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে বাংলাদেশের জাওয়াদ চৌধুরি জিতেছেন স্বর্ণপদক।

প্রতিবারই বাংলাদেশ ব্রোঞ্জ বা রৌপ্য পদক পেলেও এবারই প্রথম দেশে আসছে গণিতে সোনা।

ঐতিহাসিক জয়ে ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে শুভেচ্ছাবার্তা। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটদলে স্কোর বিপর্যয়ের সঙ্গে এ জয়ের তুলনা করে বলছেন, খেলাধুলার পাশাপাশি সরকারের এ ধরনের বুদ্ধিমত্তার পরীক্ষায়ও জোর দেয়া উচিত।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেইসবুকে বিজয়ীদের নাম উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন। বিশেষ করে থানিক, জয়দিপ ও রুবাবের ব্রোঞ্জ জয়ের কথাও জাওয়াদের স্বর্ণপদকের পাশাপাশি তুলে ধরেন তিনি।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকও স্বর্ণপদকের পাশাপাশি ব্রোঞ্জ পাওয়া অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়েছেন।

ফেইসবুক ব্যবহারকারী মুহাম্মাদ আহসান নাহিয়ান বলেছেন, বাংলাদেশী প্রতিযোগীদের স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পাওয়ায় অভিনন্দন।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮ বসেছিল রোমানিয়ার ক্লুজ-নাপোকায়। স্বর্ণ বিজয়ী জাওয়াদ আহমেদ চৌধুরি পড়ছেন চট্টগ্রাম ইংলিশ স্কুলে।

এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন