স্মার্টফোন মেলায় ৩০% ছাড়ে মিলছে আসুস ফোন

Asus-techshohor

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : চলছে শেষ দিনের স্মার্টফোন ও ট‍্যাব এক্সপো। তিন দিনের এই মেলায় সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়ে আসুসের ফোন বিক্রি করছে ব্র্যান্ডটির দেশীয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।

স্মার্টফোন ও ট‍্যাব মেলায় প্রতিষ্ঠানটির স্টলে মিলছে ছয়টি মডেলের ফোন। মডেলগুলো হলো আসুস থ্রি এক্স ম্যাক্স,  থ্রি ম্যাক্স, লাইভ, লেজার থ্রি জিবি, গো-ওয়ান জিবি ও জেনফোন-২ ফোরজি সংস্করণ।

থ্রি এক্স ম্যাক্স মেলায় ছাড়ে বিক্রি হচ্ছে ১৩ হাজার ৪৯০ টাকায়, থ্রি ম্যাক্স ১২ হাজার ৯৯০ টাকায়, লাইভ ৮ হাজার ৯৯০ টাকায়, লেজার থ্রি জিবি ভার্সন ৯ হাজার ৪৯০ টাকায়, গো-ওয়ান জিবি ৬ হাজার ৯৯০ টাকায় ও জেনফোন-২ ফোর জিবি ভার্সন ১২ হাজার ৪৯০ টাকায় বিক্রি হচ্ছে।

Techshohor Youtube

মেলায় প্রতিটি ফোনেই ছাড়ের পাশাপাশি থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা ও এক সপ্তাহের রিপ্লেস ওয়ারেন্টি। রয়েছে ইএমআই সুবিধা।

মেলা চলবে ১৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত। এতে প্রবেশের জন্য ২০ টাকার টিকিট কাটতে হবে। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে ঢুকতে পারবে।

তুসিন আহমেদ

*

*

আরও পড়ুন