![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলকে টেক্কা দিতে গুগল নিজস্ব ই-পেমেন্ট সেবা চালু করলেও তা তেমন জনপ্রিয় হয়নি শুধু ফিচারের অভাবে।
অ্যাপল পে দিয়ে যেখানে সরাসরি অন্য কাউকে টাকা পাঠানো যেত, সেখানে গুগল পে ব্যবহার করলে তার জন্য দরকার হত অন্য একটি অ্যাপ।
তবে সেদিন শেষ। গুগল পে থেকে সরাসরি টাকা পাঠানো যাবে এখন থেকে। অন্তত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এ সেবাটি ব্যবহার করতে পারবেন। সঙ্গে করা যাবে কেনাকাটাও।
আবার বোর্ডিং পাস, কনসার্টের টিকেট থেকে শুরু করে নানা প্রকার পাসও গুগল পে অ্যাপে সংরক্ষণ করা যাবে। এর ফলে আর টিকেট বা পাস পকেটে রেখে ঘুরতে হবে না, জায়গামত পৌঁছে ফোন সোয়াইপ করলেই কাজ হয়ে যাবে।
গুগল পে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য কবে থেকে চালু করা হবে জানা যায়নি।
এনগ্যাজেট অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি