![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এখন পুরো বিশ্বজুড়েই এখন ওয়ার্ল্ডকাপ নিয়ে উন্মাদনা চলছে। এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর সময়ও খেলা দেখা থেকে বিরত থাকছেন না ফুটবল প্রেমীরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেইসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, প্লেনের ভিতরে খেলা দেখে উল্লাসে মেতে উঠছেন যাত্রীরা।
ভিডিওটি পোস্ট করেছেন এমিরাত এয়ারলাইন্সের কর্মী ল্যাদান চেরি ক্যাটেনান। সেখানে দেখা যায়, পেনাল্টি শুট আউটে ইংল্যান্ডের জয়ে আনন্দ প্রকাশ করছেন প্লেনের যাত্রীরা।
যখন ভিডিওটি ধারণ করা হয় তখন প্লেনটি ৪০ হাজার ফুট উঁচুতে উড়ছিলো।
এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৩১ লাখ বার। লাইক পরেছে ১৬ হাজার ও শেয়ার করা হয়েছে ২৬ হাজার বার।
চ্যানেল স্পোটর্স ২৪ এর কল্যাণে বিশ্বের ১৩টি এয়ালাইন্সের যাত্রীরা প্লেনে বসেই ফুটবল ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।
ভিডিওটি দেখুন
🇦🇪✈️Emirates Airline ✈️🇦🇪World Best Inflight Entertainment Experience 🖥Never missed the match even you flying ⚽️⚽️🏆 Hello Tomorrow, Fly Emirates 🌸🌷🌷ผู้โดยก็ดื่มฉลองกันมันส์เลยยยยยทีนี้
Posted by Laddawan Cherry Kateanan on Wednesday, 4 July 2018
গল্ফ নিউজ অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি