![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক তাদের এক জ্যেষ্ঠ প্রকৌশলী ইভা চেংকে-কে পদন্নতি দিয়েছে। ইভা চেংকে-কে সম্প্রতি চালু করা ব্লকচেইন বিভাগের প্রধান প্রকৌশলী করেছে।
ব্লক চেইনের গুরুত্ব বিবেচনায় নিয়ে ইভাকে এমন পদন্নতি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ বলছে, ইভা একইসঙ্গে ব্লকচেইন স্টার্টআপ, প্রজেক্ট জিলিকা এবং চেইনলিঙ্কের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
গত মে মাসের শুরু দিকে ফেইসবুক ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে কাজ শুরু করে জোরেশোরেই। একই সঙ্গে ফেইসবুকে ব্লকচেইনের একটি প্লাটফর্ম তৈরি করার কাজ শুরু হয়, যেখানে দীর্ঘদিন থেকেই নজর রাখছিলেন ম্যাসেঞ্জারের প্রধান ডেভিড মার্কাস।
যদিও সর্বশেষ এক্সিকিউটিভ মাধ্যমটিতে প্লাটফর্মটিতে ব্লকচেইনকে বেশি বেশি পরিচিত করাতে জোর দেন।
এটি কেবল মাত্র একটি অনুসন্ধান বা গবেষণামূলক প্রকল্প নয়, এটির মাধ্যমে ব্যবহারকারীরা কীভাবে আরো অধিকতর সেবা দিতে পারে সেটিও একটি উদ্দেশ্য বলে জানায়
আইএএনএস অবলম্বনে ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি