ছাড় অফারের মেলা শুরু বৃহস্পতিবার, থাকছে আইফোন

ফাইল ছবি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর :আবার ছাড়-অফারের স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসছে তিন দিনের মেলাটি।

সর্বশেষ মডেলের সব স্মার্ট ডিভাইস নিয়ে হাজির হবে বিশ্বখ্যাত ও দেশিও সব স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এবারের মেলায় অন্যান্য ব্র্যান্ডের পাশাপাশি পাওয়া যাবে অ্যাপলের আইফোন ও আইপ্যাড।

Techshohor Youtube

এবারের স্মার্টফোন ও ট্যাব মেলায় সামসাং, টেকনো, হুয়াওয়ে, অপ্পো, সিম্ফনি, আইফোন, উই, ভিভো, নকিয়া, ইউমিডিজি, ডিটেইল, উইনম্যাক্স, লাভাসহ বেশকিছু ব্র্যান্ড।

ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। মেলায় বেশ কিছু মডেরের স্মার্টফোনও উন্মোচন করবে ব্র্যান্ডগুলো।

গত মেলাগুলোর মতো দশম স্মার্টফোন ও ট্যাব মেলাতেও ছাড়, উপহার আর পুরস্কারের পসরা। ব্র্যান্ডগুলো মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র‍্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে।

আগের মেলাগুলোর মতো এবারও থাকতে পারে একটি স্মার্টফোনের সঙ্গে আরেকটি স্মার্টফোন অফার।

তবে এখনি ব্র্যান্ডগুলো তাদের ছাড় অফার সম্পর্কে কিছু বলেনি। ব্র্যান্ডগুলো ছাড়-অফারের ক্ষেত্রে চমক দিতেই এমন ব্যবস্থা বলে জানান অংশগ্রহণকারী কয়েকটি ব্র্যান্ডের প্রতিনিধিরা।

এবারের মেলায় নতুন স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি অংশ নিচ্ছে। প্রথমবার মেলায় এসেই তারা বেশকিছু অফার ছাড় দেবে বলে জানিয়েছে। ফোনের সঙ্গে তারা ব্লুটুথ স্পিকার, হেডফোন, পাওয়ার ব্যাংক উপহার দেবে।

দশম বারের মতো স্মার্টফোন ও ট্যাব মেলা আয়োজন করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার।

মেলায় স্মার্টফোনের পাশাপাশি পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও।

মেলায় সিলভার স্পন্সর প্যাভিলিয়ন থাকছে চারটি, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন দুটি এবং প্ল্যাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন দুটি। এছাড়াও চারটি প্যাভিলিয় ও ১২টি স্টল থাকছে।

এবারের মেলার প্ল্যাটিনাম স্পন্সর স্যামসাং, টেকনো। গোল্ড স্পন্সর উই, সিম্ফনি। সিলভার স্পন্সর হুয়াওয়ে, অপ্পো, ভিভো, নকিয়া।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহর ডটকমে পাওয়া যাবে।

এছাড়াও প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মেলার ইভেন্ট পেইজে। পেইজে ইতোমধ্যে ‘স্মার্ট ওয়ারিওর কুইজ’ কনটেস্ট শুরু হয়েছে।

ইমরান হোসেন মিলন

*

*

আরও পড়ুন