![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সময়ের সঙ্গে বদলে গেছে ফুটবল রেফারির ঘড়িও।
এ বছর বিশ্বকাপ ফুটবলে রেফারিরা পরছেন স্মার্টওয়াচ। তাদের জন্য বিশেষ মডেলটি তৈরি করেছে হাবলট। ঘড়িটি তৈরি করা হয়েছে শক্তপোক্ত করে।
ঘড়িটির মডেল হাবলট বিগ ব্যাং রেফারি ২০১৮ ওয়ার্ল্ড কাপ ওয়াচ। চলছে গুগল ওয়্যার ওএস অপারেটিং সিস্টেমে। ঘড়িটি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে তৈরি করা হয়েছে। সামনে আছে বড়সড় ধাতব বেজেল, ঘড়িটিও সাইজে ছোট নয়। চারকোনা নয়, বরং গোল ডিসপ্লে ব্যবহার করেছে হাবলট।
বিশেষ ফিচারের মধ্যে আছে ম্যাচ চলার সময় বলের অবস্থান, গোল হয়েছে কি না এবং ম্যাচের অন্যান্য তথ্য সরাসরি রেফারির হাতে পৌঁছে দেয়া যাতে সিদ্ধান্ত নেয়া হয় আরও সহজ।
ফিচারগুলো শুধু রেফারির হাতে থাকা ঘড়িতেই নয়, যারা এই ঘড়িটি কিনবেন তারাও ব্যবহার করতে পারবেন। অবশ্য বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর আর সেটি কাজ করবে না।
মাত্র ২০১৮টি ঘড়ি বাজারে বিক্রি করা হবে। মূল্যও আকাশ ছোঁয়া, ৫ হাজার ২৫০ ডলার বা ৪ লাখ ৪১ হাজার টাকা করে একেকটি।
টেকরাডার অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি