![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের পর বছর স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান হারাতে হারাতে এবার ১ হাজার ৫০০ লোকবল ছাঁটাই করছে এইচটিসি।
এই কর্মীর পরিমাণ তাদের স্মার্টফোন শাখার যা প্রায় এক চতুর্থাংশ। এভাবে চলতে থাকলে এইচটিসি অচিরেই স্মার্টফোন বাজার থেকে বিদায় নেবে।
অ্যান্ড্রয়েডের শুরুতে এইচটিসি ছিল স্মার্টফোন বাজারে সবার চেয়ে এগিয়ে। বছরের পর বছর একই ডিজাইন, হার্ডওয়্য়ারে ত্রুটি আর ভুল সিদ্ধান্তের কারণে আজ তাদের অবস্থান অত্যন্ত নাজুক। বিশেষ করে তাদের তিনটি ফ্ল্যাগশিপ পর পর ফ্লপ করার পর তাদের ব্র্যান্ডের ওপর আস্থা হারান ব্যবহারকারীরা।
এদিকে এইচটিসি কিছুটা লাভের মুখ দেখেছে ভিআর বাজারে। এইচটিসি ভাইভ হেডসেটটি অকিউলার রিফ্টের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে। কিন্তু শেষ রক্ষা এখানেও হবে কিনা আছে সন্দেহ।
ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি