চুয়েটে রোবটিক প্রতিযোগিতা 

Robotics-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দুই দিনব্যাপী ‘এক্সপেডিশাস-১৮’ নামে একটি রোবটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চুয়েটের রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আর.এম.এ) ও চুয়েট ফ্যাব্রিকেশন ল্যাবরেটরির যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ভবনে ৫ম বারের মতো প্রতিযোগিতাটির আয়োজন করে।

প্রতিযোগিতায় ইভেন্ট ক্ল্যাশ অব বটস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি’র দল টেনেসাইন আইআইইউসি এবং রানার্স আপ হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল সাস্ট রোবো স্যাপিয়েন্স।

Techshohor Youtube

অন্যদিকে রোবো প্রাস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চুয়েটের দল খেপা-১.৭  এবং রানার্স আপ হয়েছে চুয়েটের আরেক দল টিম ইউনিটি। এছাড়া, ক্যাড-ও-ম্যানিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চুয়েটের দল ক্যাড্রয়েট।

প্রধান অতিথি হিসেবে দুদিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশেষ অতিথি ছিলেন বুয়েটের ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের (আইএনপিই)পরিচালক অধ্যাপক ড. শায়খ এ. ফাত্তাহ। এছাড়াও, এতে চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় সারাদেশের ১৩ টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩১ টি দল অংশগ্রহণ করে। এতে মোট প্রাইজমানি ছিল এক লক্ষ ৩০ হাজার টাকা।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন