Techno Header Top and Before feature image

এক মাস পর অ্যান্ড্রয়েড পি পাবে নকিয়া

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যারা নকিয়া ফোন ব্যবহার করছেন তাদের জন্য সুখবর দিয়েছে এইচএমডি গ্লোবাল।

আগস্ট মাস থেকে প্রতিটি ফোন অ্যান্ড্রয়েড পি আপডেট পেতে শুরু করবে। বিষয়টি একটি ফাঁস হওয়া ইমেইলের মাধ্যমে জানা গেছে।

নকিয়া তাদের প্রতিটি ফোনই অ্যান্ড্রয়েড পি আপডেট পাবে বলে জানিয়েছিল, কিন্তু তার সময়সীমার বিষয়ে কিছু বলেনি। অ্যান্ড্রয়েড ওরিও আপডেটের সময় তারা ৩ মাসেরও বেশি সময়ের পর থেকে কিছু কিছু ফোনে আপডেটটি পৌঁছে দিতে শুরু করে।

যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যান্ড্রয়েড পি আপডেটটি সবার জন্য উন্মুক্ত হবে আগামী আগস্টে। অর্থাৎ গুগলের ফোনগুলোর পাশাপাশি নকিয়া ডিভাইসগুলোই সঙ্গে সঙ্গে আপডেট পেতে শুরু করবে।

সম্ভবত নকিয়া ৮, ৭ আর ৬ সিরিজ প্রথমে পাবে আপডেট। বাকি ডিভাইসগুলো আপডেট পাবে কিছুটা পরে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন