![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে কাজানে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়েছে ফ্রান্স।
মেসিদের এমন বিদায়ে হতাশ হয়েছেন অনেক আর্জেন্টাইন সমর্থক। এদিকে, উরুগুয়ের কাছে পর্তুগালের হারের পর ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত শিবিরেও নেমে আসে হাহাকার।
এ মুহূর্তে বিশ্বের দুই সেরা ফুটবলার মেসি ও রোনালদো। হারের পরে তাদের মাঠ ছাড়তে হলো নতমস্তকে। তাই দুই তারকার ভক্তরা তাদের মনের অবস্থা বোঝাতে বেছে নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
রাত থেকেই ফেইসবুকে রীতিমতো মাতম চলছে। আর্জেন্টিনার সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ করে পোষ্ট করছেন অনেকেই। ফেইসবুকে অনেকেই শেয়ার করেছেন দলের পরাজয়ে কান্নায় ভেঙ্গে পড়ার ভিডিও।
ইমন নাজমুল নামে এক ব্যবহারকারী লিখেছেন, ঈদ শেষ অনেক আগেই। বিশ্বকাপ থেকে আর্জেন্টিনা-জার্মানিও বিদায় নিয়েছে। সুতরাং আমার বিশ্বকাপ শেষ। এবার কাজে মনোযোগ দেবার পালা।
যারীন তাসনিম হৃদি লিখেছেন, এটা আশা করিনি। কি হচ্ছে বিশ্বকাপে? একে একে সব বড় ও জনপ্রিয় দলগুলো বাদ পড়ে যাচ্ছে। মেসির পর সিআর সেভেনের দলও বাদ।
ওয়াসিম আকরাম জুবায়ের লিখেছেন, মেসি ও রোনালদো ছাড়া বিশ্বকাপের আনন্দ ৯০ শতাংশ কমে গেল। বিশ্বকাপ খেলাটাকে আগের মতো উপভোগ করতে পারবো না। অপেক্ষা আগামী বিশ্বকাপের।
রাফিউল সাব্বির লিখেছেন, পছন্দের দল বাদ, বিশ্বকাপের চাপ শেষ। এখন খুবই আনন্দ নিয়ে বিশ্বকাপ দেখা যাবে। ফ্রান্সকে অভিনন্দন কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য।
৩১ বছর বয়সী লিওনেল মেসির কি এটাই শেষ বিশ্বকাপ? অনেক ভক্ত এমন প্রশ্নও তুলেছেন।
তুসিন আহমেদ