Techno Header Top and Before feature image

নকিয়াও আনছে ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তিনটি ক্যামেরা আর ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এ দুটি প্রযুক্তিসহ ফোন তৈরি করছে এইচএমডি গ্লোবাল।

সেটি বাজারে নকিয়া ৯ বা নকিয়া এ১ নামে আসতে পারে। বছরের মধ্যভাগেই তা ঘোষণা হবার কথা থাকলেও, তৈরি জটিলতা ফোনটির উন্মোচন পিছিয়ে দিয়েছে।

নতুন কিছু রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকেই নকিয়া ফোনটি নিয়ে কাজ করছে। ডিজাইন এইচএমডি গ্লোবাল করলেও, তৈরির দায়িত্বে আছে ফক্সকন।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সম্ভবত তৈরি করেছে সিনাপ্টিকস আর ডিসপ্লেটি তৈরি এলজির। ওলেড প্রযুক্তির ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা সময়সাপেক্ষ, ফলে ফোন নির্মাণের গতি ধীর হয়ে যাওয়ায় পিছিয়ে গেছে উন্মোচন।

তবে ফ্ল্যাগশিপ এ ফোনটি সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি। সম্ভাবনা আছে এতে থাকবে তিনটি ব্যাক ক্যামেরা, আর প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অথবা ৭১০। র‌্যাম হতে পারে ৪ বা ৬ গিগাবাইট। আরও বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন