গুগল ক্লাসরুমে নকল রোধের ফিচার

Elementary students looking at teacher, over shoulder view

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পেইড সার্ভিস গুগল ক্লাসরুমে নতুন কয়েকটি ফিচার এনেছে গুগল।

নতুন যুক্ত করা একটি ফিচারের ফলে গুগল ক্লাসরুমে কুইজ নিতে শিক্ষকরা গুগল ফর্মে লক মোড ফিচার ব্যবহার করতে পারবেন। এর ফলে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট পেইজ ব্যতীত অন্য কোনো পেইজে যেতে পারবে না। এতে অন্য পেইজ ব্রাউজ করে নকল করার প্রবণতা রোধ করা যাবে।

নতুন যুক্ত করা ‘পিপল’ পেইজটির মাধ্যমে শিক্ষকরা সহজেই অভিভাবক ও  শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

Techshohor Youtube

এছাড়াও, স্কুলে ব্যবহৃত ডিভাইস ব্যবহারের সময় নির্ধারণ করে দিতে শিক্ষক ও অভিভাবকদের জন্য আনা হয়েছে ‘অফ আওয়ারস’ ফিচার। শিক্ষার্থীরা কী কী অ্যাপ ও কনটেন্টে ঢুঁ মারতে পারবে এই ফিচারের মাধ্যমে তা নির্ধারণ করা যাবে।

এদিকে, শিক্ষকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য গুগল উন্মোচন করেছে এসার ক্রোমবুক ট্যাব ১০ ও স্টেডলার নরেস স্টাইলাস। স্টাইলাসটি বানানো হয়েছে পেন্সিলের আদলে। ট্যাব ১০ ই হবে প্রথম  ট্যাবলেট যাতে চলবে ক্রোম ওএস।

আগামী কয়েক মাসের মধ্যেই ট্যাবটিতে এআর ও ভিআর ফিচার যুক্ত করা হবে।

এনগ্যাজেট অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন