![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : খেলায় সমতা আনতে প্রযুক্তির ওপর নির্ভর করছে ফিফা।
ম্যাচ চলার মধ্যেই কোচরা তাদের উপদেষ্টাদের সঙ্গে কথা বলে দল ও খেলার ধরনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন। আর উপদেষ্টাদের কাছে সরাসরি মাঠে খেলোয়াড়দের অবস্থান, খেলার মতিগতির সকল তথ্য পৌঁছাচ্ছে ফিফা।
উপগ্রহ ও ক্যামেরার মাধ্যমে প্রতিটি মুহূর্তে মাঠে কী ঘটছে তার তথ্য পৌঁছে যাচ্ছে তাদের কাছে। তার ওপর ভিত্তি করে কোচকে পরামর্শ দিচ্ছেন কী করা উচিত বা নয়।
এর আগেও উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করার ব্যবস্থা রেখেছিল ফিফা। কিন্তু মাঠে কী ঘটছে, তার তথ্য সংগ্রহ করার উপায় বেশিরভাগ দলেরই ছিল না। সকল দেশের ফুটবল বাজেট সমান নয়, যারা মাঠ থেকে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আনতে পারেনি তারা পিছিয়ে পড়েছিল।
এবার তা বদলে গেছে,তার সুফল পাচ্ছে শক্তিশালী কিন্তু প্রযুক্তিগতভাবে পেছনো দলগুলোও।পানামা আর সেনেগালের কোচেরা এ ব্যবস্থার প্রশংসা করেছেন।
তবে যেহেতু উপদেষ্টারাই তথ্য বিশ্লেষণ করছেন, সরাসরি কোনও অটোমেটেড সিস্টেম নয়, তাই প্রতিটি দলের সিদ্ধান্তগুলো থাকছে তাদের একান্তই নিজস্ব। সেটাও হয়ত আগামী বিশ্বকাপ আসরে বদলে যাবে, উপদেষ্টার আসনে বসবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
দ্যা গার্ডিয়ান অবলম্বনে এস এম তাহমিদ
আর ও পড়ুন ঃ- খেলার স্কোর দেখার অ্যাপ ফিফা
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি