![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আর্জেন্টিনা ২-১ গোলে নাইজেরিয়াকে হারানোতে খেলা শেষে চলছিলো জয়ের উদযাপন।
খেলার পুরোটা সময় স্টেডিয়ামেই বসে, দাঁড়িয়ে কিংবা লাফিয়ে দলকে সমর্থন দিয়ে গেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনা। অতি উৎসাহে মধ্যমা আঙুলিও প্রদর্শন করেন টিভি ক্যামেরায়।
কিছুক্ষণ পরই বসে পরে মুখ কুঁচকে ফেললেন। এরপর সেইন্ট পিটার্সবার্গের মেডিকেল স্টাফরা তাকে ধরাধরি করে ভিআইপি লাউঞ্জের ভেতরে নিয়ে গেলেন। অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালেও নেওয়া হলো। ডাক্তাররা জানালেন, অতিরিক্ত উত্তেজনায় তার রক্তচাপ বেড়ে যায় এবং বুক ধড়ফড় শুরু হয়।
তবে সাবেক এই খেলোয়াড়কে নিয়ে তার ভক্তদের ভয় পাওয়ার কিছু নেই। সুস্থ হয়ে আর্জেন্টিনার এই আইকন ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি এখন ভালো আছেন। খেলার মধ্যাহ্ন বিরতির সময় থেকেই তিনি শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন। একজন ডাক্তার তার অবস্থা পরীক্ষা করে দেখে তাকে বাড়ি চলে যেতে বলেছিলেন। কিন্তু মাঠে আর্জেন্টিনার খেলা চলছে। এ অবস্থায় চলে যাওয়ার বিষয়টি তার মনঃপূত হয়নি।
টুইটারে প্রকাশিত এক ছবিতে, ম্যারাডোনাকে হাসতে দেখা যায়। সেখানে বলা হয়, সুস্থ হওয়ার পর প্রাইভেট জেটে করে তিনি মস্কোতে যাচ্ছেন।
দ্য সান অবলম্বনে আনিকা জীনাত