![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বড় ধরনের এক সমীকরণ মাথায় নিয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। শুধু জিতলেই হবে না, অপর ম্যাচে আইসল্যান্ডকেও হারতে হবে।
এমন সমীকরণ যখন সামনে তখন ভক্তদের শুভকামনা আর প্রত্যাশায় ছেয়ে উঠেছে ফেইসবুক টাইম লাইন। বাঁচা মরার এই লড়াইয়ে যে জিততে হবে আর্জেন্টিনাকে অনেক ভালোভাবেই।
আর্জেন্টিনা দলের শুভাকাঙ্খী বাদল খান নামের একজন লিখেছেন, শুভকামনা আর্জেন্টিনা।
ওয়াসেক বিল্লাহ সৌধ নামের এক ফেইসবুক ব্যবহারকারী লিখেছেন, আজ আর্জেন্টিনার জয় হলে খুশি হবো। নইলে বাংলাদেশে না হলেও ২০০ কোটি মানুষ কষ্ট পাবেন।
তবে শুধু আর্জেন্টিনার সমর্থকই নন, ব্রাজিলের অনেক সমর্থক আর্জেন্টিনা দল যেন দ্বিতীয় রাউন্ডে খেলতে পারে সেজন্য আজকের ম্যাচের জন্য শুভকামনা জানাচ্ছেন।
তেমনই এক ব্রাজিল ভক্ত দিয়া ইসলাম লিখেছেন, আর্জেন্টিনাও শৈল্পিক ফুটবল খেলে। ব্রাজিলের সাপোর্টার হলেও আমি চাইবো তারা আজ ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে যাক।
শুধু শুভকামনাতে আটকে নেই ফেইসবুক। এখন শুরু হয়েছে কে জিতবে আর কে হারবে এমন প্রশ্ন। তা নিয়ে অনেকেই পূর্বধারণাও করছেন।
রোমেল ইসলাম তার টাইমলাইনে প্রেডিকশন করেছেন, আর্জেন্টিনা ২, নাইজেরিয়া ১। তবে তার সেই প্রেডিকশনে অনেকেই দ্বিমত করেছেন। একই সঙ্গে তাদের কেউ কেউ বলছেন, নাইজেরিয়া ২, আর্জেন্টিনা ১ হবার সম্ভাবনাই বেশি।
ইমরান হোসেন মিলন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি