![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নির্মাতা ইন্টেল ও এএমডির মাথা ব্যথার কারণ হতে যাচ্ছে কোয়ালকম। তাদের স্ন্যাপড্রাগন ১০০০ সিরিজের প্রসেসরগুলো ল্যাপটপ বা ট্যাবলেটই নয়, ডেস্কটপেও ব্যবহার হতে পারে।
শক্তিশালী ইন্টেল বা এএমডি প্রসেসরের সঙ্গে এটি পাল্লা দেবে না। তবে কোর ওয়াই সিরিজ বা সেলেরন ও পেন্টিয়াম প্রসেসর, অথবা এএমডির স্বল্পশক্তি ল্যাপটপ প্রসেসরের সঙ্গে অবশ্যই স্ন্যাপড্রাগন ১০০০ সিরিজ লড়াই করবে।
গুঞ্জন চলছে, ১৬ গিগাবাইট র্যাম আর ৫১২ গিগাবাইট এসএসডির সঙ্গে যুক্ত করে স্ন্যাপড্রাগন ১০০০ প্রসসেরের পরীক্ষা চলছে। ইন্টেল কোর আই৩ মানের প্রসসেরটি পাওয়ার ব্যবহার করবে মাত্র ১২ ওয়াট, অতএব ছোটখাট বা অফিসের জন্য তৈরি ল্যাপটপ ও ডেস্কটপের বাজার কোয়ালকমের হাতে যাবার সম্ভাবনা রয়েছে।
স্ন্যাপড্রাগন ১০০০ সিরিজ অ্যান্ড্রয়েড ফোন নয়, বরং উইন্ডোজ ডেস্কটপ ও ল্যাপটপের জন্য তৈরি করা হচ্ছে। এর মূলে আছে কর্টেক্স এ৭৬ প্রযুক্তির কোর, যা ফোন প্রসসেরের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২০ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
Necessary cookies are absolutely essential for the website to function properly. This category only includes cookies that ensures basic functionalities and security features of the website. These cookies do not store any personal information.
Any cookies that may not be particularly necessary for the website to function and is used specifically to collect user personal data via analytics, ads, other embedded contents are termed as non-necessary cookies. It is mandatory to procure user consent prior to running these cookies on your website.