![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফুটবল বিশ্বকাপ মাঠে বসে দেখার সুযোগ না পেলেও অপগেন্টেড রিয়েলিটির কল্যাণে তা থ্রিডি প্রযুক্তিতে দেখার সুযোগ রয়েছে।
‘সকার অন টেবিলটপ’ সিস্টেমের কারণেই তা সম্ভব হচ্ছে। ফুটবল ম্যাচের টুডি ভিডিও ইনপুট নিয়ে সিস্টেমটি খোলোয়াড়দের নড়াচড়া থ্রিডি মডেলে ম্যাপ করতে পারে। টিভির খেলাটাই থ্রিডি আকারে সৃষ্টি করবে ‘সকার অন টেবিলটপ’ সিস্টেমটি, যা অগমেন্টেড রিয়েলিটি ডিভাইসের সহায়তায় দেখা যাবে।
কম রেজুলেশনের হওয়ায় এটি অগমেন্টেড হেডসেটে পুরোপুরি থ্রিডির অভিজ্ঞতা পাওয়া যাবে না। এর মাধ্যমে খেলা দেখার সময় বল ঠিক মতো চোখেও পড়বে না। তাই খেলা দেখে মনে হতে পারে কয়েকজন খেলোয়াড় এমনি এমনিই মাঠে ছোটাছুটি করে বেড়াচ্ছে। তবে এই খেলা দেখার সুবিধা হচ্ছে বিভিন্ন দিক থেকে খেলাটি উপভোগ করা যায়। সরাসরি খেলা দেখা শেষ করার পরই আবার কয়েক মিনিটের মধ্যে রিপ্লে দেখারও সুযোগ রয়েছে।
সিস্টেমটি প্রদর্শন করা হয়েছে ম্পিউটার ভিশন অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন সম্মেলনে। গবেষণাটি চালাতে যৌথভাবে কাজ করেছে ফেইসবুক, গুগল ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটন।
ভিডিও দেখুন
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি