শাওমির বাজেট রাউটার বাজারে

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোনও ঘোষণা ছাড়াই শাওমি বাজারে এনেছে নতুন বাজেট রাউটার।

এমআই রাউটার ৪কিউর মূল্য ধরা হয়েছে মাত্র ৯৯ ইউয়ান বা প্রায় ১ হাজার ৩০০ টাকা। তিনটি অ্যান্টেনা  বিশিষ্ট রাউটারটির সর্বোচ্চ গতি ৪৫০ এমবিপিএস।

কোয়ালকম কিউসিএ৯৫৬১ প্রসেসর আর ৬৪ মেগাবাইট মেমরি থাকছে এতে। ওয়াইফাই নেটওয়ার্ক ৮০১.১১এন প্রটোকল সমর্থন করবে এটি, থাকছে না ৫ গিগাহার্জ ব্যান্ড। স্বাভাবিক ভাবেই গিগাবিট ল্যানও বাদ দেয়া হয়েছে মূল্য কমানোর জন্য।

Techshohor Youtube

রাউটারটি যাতে সহজেই শাওমির অন্যান্য ইন্টারনেট ডিভাইস, যেমন স্মার্ট বাল্ব বা ক্যামেরার সঙ্গে কাজ করতে পারে সেজন্য দেয়া হয়েছে একটি বিশেষ বাটন। মিনেট বাটনটির মাধ্যমে কোনও ঝামেলা ছাড়াই শাওমির আইওটি সব ডিভাইস ওয়াইফাইর সঙ্গে যুক্ত করা যাবে।

আপাতত রাউটারটি শুধু নীল রঙে পাওয়া যাচ্ছে। সামনের আরও রং আসতে পারে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন