Techno Header Top and Before feature image

আইফোনে থাকবে ইউএসবি সি পোর্ট

iphone-techshohor1
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোনেও ইউএসবি সি পোর্ট ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছে অ্যাপল।

আগামী বছরে আসতে যাওয়া আইফোনের মডেলগুলোতে থাকবে না আর লাইটেনিং পোর্ট। নতুন পোর্টের মাধ্যমে ফোনের সঙ্গে তথ্য আদানপ্রদান হবে আরও সহজ, চার্জের গতিও বাড়বে।

ইউএসবি সি পোর্টের মাধ্যমে ১২০ ওয়াটেরও বেশি শক্তি আদানপ্রদান সম্ভব। সেখানে লাইটেনিং ১২ ওয়াটেই সীমাবদ্ধ। সেটি বদলে যাবে আগামী বছর।

এদিকে অ্যাপল চাইলে ইউএসবি ৩ দশমিক ১ স্পিডে তথ্য চালনা করতে পারবে টাইপ সি পোর্ট ব্যবহার করলে, সেটাও বড় পাওয়া।

তবে নতুন ফিচারটি এখনো আছে ডিজাইন পর্যায়। অতএব এ বছরের আইফোনে তার দেখা মিলবে না।

আইফোনে টাইপ সি পোর্ট ব্যবহার শুরু হলে দ্রুতই মাইক্রো ইউএসবি যুগের অবসান হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তখন আর ভিন্ন ভিন্ন ক্যাবলের আশ্রয় নিতে হবে না।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন