![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটে অর্থায়ন করার প্রস্তাব দিয়েছে ফ্রান্স সরকার।
শুধু ফ্রান্স নয় আরও কয়েকটি দেশ বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটে টাকা দিতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
মঙ্গলবার বাংলাদেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের সঙ্গে এক বাজেট পরবর্তী আলোচনা সভায় এসব তথ্য জানান তিনি।
রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রী জানান, ফ্রান্সের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা নিজেরাই আগ্রহী হয়ে জানিয়েছে, বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটে অর্থায়ন করতে তারা তৈরি।
আল-আমীন দেওয়ান
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি