Techno Header Top and Before feature image

বিটকয়েনের দাম কমলেও মাইনিং থেমে নেই

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গত বছর প্রতি বিটকয়েনের মূল্য ২০ হাজার ডলার ছাড়ানোর পর এখন তার মূল্য ৭ থেকে ৮ হাজার ডলারের আশপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ বিটকয়েনের মূল্য সর্বোচ্চ থেকে অর্ধেকেরও নিচে নেমে গেছে।

এ নিম্নগতি অনেকদিন ধরেই চলছে। প্রতি দিন ১ থেকে ৫ শতাংশ করে কমছে বিটকয়েনের দাম। অথচ তার পরও, বিটকয়েনের মূল্য গত বছর এসময় যা ছিল তার চেয়ে দেড়গুণ বাড়তিই রয়েছে।

২০১৭ সালের এ সময় বিটকয়েনের মূল্য ছিল ২ হাজার ৮০০ ডলার আর এখন চলতি বাজারে বিটকয়েনের মূল্য ৭ হাজার ২০০ ডলার।

বিটকয়েনের মূল্য অলাভজনক পর্যায় নেমে না যাওয়ায়, মাইনিং করার উৎসাহে ভাটা পড়ার চিহ্ন নেই। বিশেষ করে বিশ্বের যে সকল দেশে বা এলাকায় বিদ্যুতের মূল্য কম, সে সব স্থানে বিটকয়েন মাইনিং কোম্পানি খোলার হিড়িক এখনো চলছে। কানাডার কুইবেক শহরে বিটকয়েন মাইনিং কোম্পানির চাপে সেখানের বিদ্যুতের ঘাটতি পড়ে যাওয়ার অবস্থা।

ধরে নেয়া যেতে পারে, বিটকয়েনের হুজুগ শেষ হলেও, এটি প্রযুক্তির ইতিহাসে হারিয়ে যাবে না।

আরসটেকনিকা অবলম্বনে এস এম তাহমিদ

২ টি মতামত

*

*

আরও পড়ুন