উইন্ডোজে যেভাবে ডার্ক মোড অন করবেন

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ম‍্যাকওএসের নতুন সংস্করণে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল ডার্ক মোড। এটি চালু করলে ডক, টাস্কবার ও সব অ্যাপ্লিকেশন কালো রঙ ধারণ করবে। ফলে রাতে ম্যাকওএস চালিত ডিভাইস ব্যবহার করলে ব্যবহারকারীদের চোখে অতিরিক্ত আলো পড়বে না।

অনেক উইন্ডোজ ব‍্যবহারকারী ভাবছেন ডার্ক মোড উইন্ডোজ ১০ এ থাকলে মন্দ হতো না। তবে সুখবর হলো ফিচারটি উইন্ডোজ ১০ এ ইতোমধ‍্যে রয়েছে। কয়েক ক্লিক করেই উইন্ডোজে ডার্ক মোড চালু করে নেয়া যাবে। কিভাবে উইন্ডোজ ১০ এ ডার্ক মোড চালু করতে হতে তা এই টিউটোরিয়ালে তুলে হল।

প্রথমে স্টার্ট মেনু থেকে সেটিংসে যেতে হবে।

Techshohor Youtube

তারপর যে পেইজটি চালু হবে সেখান থেকে ‘personalization’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর নতুন পেইজ থেকে বাম সাইডবারের থাকা ‘ colors’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তীতে ধাপে অপশনটি চালু হলে মাউস ক্রল করে ‘ choose your default app mode’ অপশন থেকে ‘dark’ অপশনটি নির্বাচন করতে হবে।

তাহলে ডার্ক মোড চালু হয়ে যাবে। এবার উইন্ডোজের সেটিংস,অ্যাপস্টোর, ক‍্যালকুলেটরের মত অ্যাপগুলো চালু করে তা কালো দেখাবে। তবে ফাইল ফাইল এক্সপ্লোরার ডার্ক মোডটি কাজ করবে না।

আরো পড়ুন: 

৫ টি মতামত

  1. SB SOHAG said:

    সেটিং বাদে অন্য যায়গাই ডার্ক মুড হবেনা ? যেমন ধরেন ফোল্ডার গুলো ?

  2. ধ্রুব said:

    MacOS Mojave Dark Mood পুরো সিস্টেমজুড়ে কাজ করে কিন্তু Windows 10 এর এই ডার্কমুড useless.. সবচে বেশি ব্যবহার করা হয় ফাইল এক্সপ্লোরার আর ঐটায় ডার্ক মুড কাজ করে না তাহলে লাভ হলো কি? Edge এর dark mood এ শুধু উপরের প্যানেলই ডার্ক হয়, বাকিটা সেইম৷

*

*

আরও পড়ুন