![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ছবি সম্পাদনার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ। ফটোশপের কাজ জানা থাকলে সহজে নিজের পছন্দ মতো ছবি তৈরি করা যায়। ছবি সম্পাদনার এই সফটওয়্যারটির মাধ্যমে কাজ করতে হলে প্রথমে ফটোশপের টুলবক্স সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। তাহলে আরও সহজে কাজ করা যাবে।
এই টিউটোরিয়ালে ফটোশপের টুলবক্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো।
ফটোশপের টুলবক্স ৪টি আলাদা বিভাগে বিভক্ত। ফলে কোনও একটি বিশেষ কাজের জন্য টুল খুঁজে পাওয়াটা সহজ। প্রথম বিভাগটি হচ্ছে- সিলেকশন, ক্রপ অ্যান্ড স্লাইস টুলস। এটি ব্যবহার করে কোন ছবিকে সিলেক্ট করা এবং কাটা যায়।
এরপর রয়েছে রিটাচ অ্যান্ড পেইন্ট টুলস। এর মাধ্যমে ছবিতে রঙ পরিবর্তন ও পেইন্ট করা যায়।
তৃতীয় বিভাগে থাকা ড্রয়িং অ্যান্ড টাইপ টুলসটি ব্যবহার করে ফন্ট, ড্রয়িং ও ভেক্টরভিত্তিক কাজ খুব সহজে করা যায়।
শেষ বিভাগে রয়েছে অ্যানোটেশন অ্যান্ড মেজারমেন্ট টুলস। ছবিতে নোট দেওয়া, জুম ও পরিমাপ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়।
এই চারটি বিভাগের পাশাপাশি আরও কয়েক ধরণের টুল রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। কোন ‘শেপ’ বা লেখার রঙ দেওয়ার জন্য ফোরগ্রাউন্ড এবং পিছনের পটভূমির রঙ দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়।
পরবর্তী টিউটোরিয়ালগুলোতে অন্যান্য টুলসগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি