![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গাড়ি চালানোর সময় বার বার স্মার্টওয়াচ দেখায় একে নারীকে জরিমানা করেছে কানাডার অন্টারিও আদালতের এক বিচারক।
সিগনালে গাড়ি থেমে থাকার সময় ইউনিভার্সিটি অব গুয়েলফের শিক্ষার্থী ভিক্টোরিয়া অ্যামব্রোস হাতে থাকা স্মার্টওয়াচটির দিকে মোট চারবার তাকিয়েছিলেন। বিষয়টি লক্ষ্য করেন পাশের গাড়িতে থাকা এক পুলিশ অফিসার। সিগনাল ছাড়লে অন্য গাড়ি পাশ কাটিয়ে চলে গেলেও অ্যামব্রোসের গাড়িটি সেখানেই দাঁড়িয়ে ছিলো। এরপরে ওই পুলিশ অফিসার তার গাড়ির দিকে আলো ফেললে ড্রাইভ করা শুরু করেন অ্যামব্রোস। ঠিক সে সময় গাড়ি থামিয়ে তাকে জরিমানা করেন ওই পুলিশ অফিসার।
মামলাটি আদালতে উঠলে বার বার তিনি বিচারককে বোঝানোর চেষ্টা করেন হাতে থাকে অ্যাপলওয়াচে তিনি সময় দেখছিলেন। ফোন কল নোটিফিকেশন বা ম্যাসেজ দেখছিলেন না। কিন্তু বিচারক তার এই যুক্তি মানেননি।
উল্টো জানিয়েছেন, সময় দেখতে হলে একবার তাকানোই যথেষ্ট ছিলো। এছাড়া, স্মার্টওয়াচে ফোনের কাজও চালানো যায়। তাই ড্রাইভ করার সময় ফোন ব্যবহার করা আর স্মার্টওয়াচ দেখার মধ্যে কোনো পার্থক্য নেই।
অগত্যা ছোট্ট একটি ভুলের জন্য বেচারি ভিক্টোরিয়া অ্যামব্রোসকে ৪০০ ডলার বা ৩২ হাজার আটশ’ টাকা জরিমানা দিতে হয়।
৯টু৫ ম্যাক অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি