![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে স্মার্টওয়াচ আর ফিটনেস ব্যান্ডের চেয়ে এখন স্মার্টস্পিকারই বেশি জনপ্রিয়।
এ বছরই স্মার্টস্পিকারের বিক্রি স্মার্টওয়াচকে ছাড়িয়ে যাবে। দিন দিন ভয়েস অ্যাসিস্ট্যান্টের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াই এর মূল কারণ।
বাজার গবেষণা করে ইমারকেটার্স রিপোর্ট করেছে, গত ২০১৬ সাল থেকে আগামী ২০২০ সাল পর্যন্ত স্মার্টস্পিকার বিক্রির হার বাড়বে ৪৭ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ প্রতি বছর ১ কোটি ৬০ লাখের স্থানে ৭ কোটি ৬৫ লাখ স্পিকার বিক্রি হবে।
এক সমীক্ষায় দেখা গেছে, প্রতি ছয়জন মার্কিনীদের মধ্যে একজন এখনই স্মার্টস্পিকার ব্যবহার করছেন। স্মার্টস্পিকারের বাজারের সিংহভাগ এখনও অ্যামাজনের দখলে, যদিও গুগল দ্রুতই তাদের টেক্কা দিতে পারে।
তবে এটা নিশ্চিত, স্মার্টস্পিকারের কাজকর্মে ব্যবহারকারীরা যতটা সন্তুষ্ট, পরিধানযোগ্য স্মার্ট ডিভাইস নিয়ে ততটা নন। বিশেষ করে স্মার্টওয়াচ বিক্রির পরিমাণ পরিষ্কার বলে দিচ্ছে, স্মার্টফোন আর সাধারণ ঘড়িই ব্যবহারকারীদের প্রথম পছন্দ।
ইউবারগিজমো অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি