![]() |
হাসান যোবায়ের, টেক শহর প্রতিবেদক : ছবি তোলার পর দেখা যায় ছবিতে অনেক অপ্রয়োজনীয় অংশ থাকে, যার কারণে সম্পূর্ণ ছবিটার সৌন্দর্য্যই নষ্ট হয়ে যেতে পারে। আর ছবির বাড়তি অংশ বাদ দিতে ক্রপ টুল অত্যন্ত কাজের। ক্রপ করার সময় অনেক ধরণের ছবি থাকতে পারে। পার্সপেক্টিভ সম্পর্কিত কোন ছবি যদি ক্রপ করার দরকার হয় সেক্ষেত্রে পার্সপেক্টিভ ক্রপ টুল (perspective crop tool) ব্যবহার করতে হয়। ফটোশপ সিএস ৬ টিউটোরিয়ালের ধারাবাহিক ১৩ তম পর্বে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি