Techno Header Top and Before feature image

ম‍্যাকবুকের স্পিকারে সমস্যা হলে যা করবেন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেক সময় ম‍্যাকবুকে কোন স্পিকার বা হেডফোন যুক্ত করে তা খুলে ফেলার পরে ইন্টারনাল স্পিকার থেকে শব্দ আসে না।

সাউন্ড বাড়াতে বা কমাতে গেলে মিউট আইকন প্রদর্শিত হয়। মূলত ম‍্যাকে ডিফল্ট সাউন্ড আউটপুট হিসেবে ইন্টারনাল স্পিকার নির্বাচন না থাকায় সমস্যাটি হয়ে থাকে। কিভাবে এমন সমস্যা হলে সমাধান করতে হবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে ম‍্যাকের বাম পাশে উপরে থাকা অ‍্যাপল আইকনে ক্লিক করে ‘system & preferences’ অপশনে যেতে হবে।

তারপর ‘sound’ অপশনটিতে ক্লিক করতে হবে।

এরপর ‘output’ ট‍্যাবে যেতে হবে। সেখানে আউটপুট ডিভাইসের তালিকা প্রদর্শিত হবে। সেখান থেকে ‘internal speakers’ অপশনটি নির্বাচন করে দিতে হবে।

তাহলে ম‍্যাকবুকের ইন্টারনাল স্পিকার থেকে সাউন্ড পাওয়া যাবে এবং সাউন্ড সমস্যাটির সমাধান হবে।

আরো পড়ুন: 

*

*

আরও পড়ুন