দারাজে পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ৬

OnePlus-6-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দারাজে চলছে ওয়ানপ্লাস ৬ এর প্রি-বুকিং অফার।  গত শুক্রবার থেকে তারা প্রি-বুকিং অর্ডার নিতে শুরু করেছে। ফোনগুলো ডেলিভারি করা হবে আগামী ২৭ জুন থেকে।

দেশের বাজারে ফোনটি উন্মোচন করতে বনানীতে দারাজের সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক ও কনট্রাইভেন্স ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ দিদাত।

এ বিষয়ে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহদুল হক বলেন,  আশা করছি ওয়ানপ্লাস ৬ এর সেরা ডিলগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারব।

Techshohor Youtube

ওয়ানপ্লাস ৬ ফোনটিতে আছে ৬ দশমিক ২৮ ইঞ্চির নচ যুক্ত ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০*২২৮০ পিক্সেল।

পেছনে থাকা ডুয়েল ক্যামেরার একটিতে আছে ১৬ মেগাপিক্সেল, অন্যটিতে আছে ২০ মেগাপিক্সেল। সামনের ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল। ফোনটির ৬ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে ৬৪ জিবি স্টোরেজ। ৮ জিবি র‍্যাম সংস্করণে পাওয়া যাবে ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি স্টোরেজ।

ওয়ানপ্লাস ৬ পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক রঙে।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন