জিআইএসটি স্টার্টআপ বুট ক্যাম্প ২২ মে থেকে

GIST startup bootcamp-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্টার্টআপ ঢাকা, সিআরডিএফ গ্লোবাল এবং ইউ এস স্টেট ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল ইনোভেশন থ্রো সায়েন্স অ্যান্ড টেকনোলোজি (জিআইএসটি) স্টার্টআপ বুট ক্যাম্প। আগামী ২২ থেকে ২৪ মে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে এই বুট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

শতাধিক আবেদন থেকে বাছাই করা ৩০টি সেরা সম্ভাবনাময় প্রযুক্তি স্টার্টআপ তিনদিনের এই মেন্টরশিপ ও ট্রেনিং প্রোগ্রামে অংশ নিবে। সংশ্লিষ্ঠরা মনে করছেন, এই প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যবসাকে এগিয়ে নিতে সহায়ক হবে।

GIST startup bootcamp-TechShohor

Techshohor Youtube

এতে আন্তর্জাতিক মানের দেশি-বিদেশি মেন্টররা উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রয়োজনীয় ব্যবসা দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে সমষ্টিগতভাবে এবং ওয়ান-টু-ওয়ান সহয়তা দিবেন।

প্রশিক্ষণ নেওয়া সেরা ৭ প্রতিযোগি ডেমো’ডেতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে দেশের এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সামনে নিজের স্টার্টআপ আইডিয়া তুলে ধরতে পারবেন। বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণের সঙ্গে তারা বিভিন্ন পুরস্কার ও সিড ফান্ডিং জিতে নিতে পারবেন। সেরা ৫ প্রতিযোগি আরও পাবেন ৩ মাসের ভার্চুয়াল মেন্টরশিপের সুবিধা।

ইভেন্টটির সহযোগি হিসেবে রয়েছে দি সিটি ব্যাংক লিমিটেড, এল আর গ্লোবাল, পপুলার লাইফ ইন্সুরেন্স, আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল, ইননস্টার লিমিটেড, খান বাহাদুর গ্রুপ, মেগনিটো ডিজিটাল, অর্কিড প্রিন্টার্স ও আমরা নেটওয়ার্কস লিমিটেড। বিস্তারিত http://bootcamp.startupdhaka.org লিংক থেকে জানা যাবে।

– সংবাদ বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

আরও পড়ুন