![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা ফেডারেল সার্ভিস ফর সুপারভিশন অব কমিউনিকেশন ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্লক করতে অ্যাপলকে অনুরোধ জানিয়েছে।
সংস্থাটি রুশ টেলিগ্রাম ব্যবহারকারীদের পুশ নোটিফিকেশন বন্ধ করতে এবং অ্যাপটির ডাউনলোড ঠেকাতে অ্যাপলের কাছে অনুরোধ জানায়। এতে নতুন ম্যাসেজ আসলে কোনো নোটিফিকেশন পাবেন না ব্যবহারকারীরা।
সংস্থাটির পরিচালক আলেকজান্ডার জারোভ বলেছেন, অনুরোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য অ্যাপলের হাতে ৩০ দিন সময় আছে।
তবে অ্যাপল এই প্রস্তাবে সাড়া না দিলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জারোভ।
গত মাসেই মস্কোর এক আদালত জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করে। অনেকদিন ধরেই রুশ সরকার ও টেলিগ্রামের মধ্যে দেন দরবার চলছিলো। টেলিগ্রামের ম্যাসেজগুলো এনক্রিপটেড হওয়ায় অ্যাপটির প্রতিষ্ঠাতা পাভেল ডুরভকে অ্যাপ ব্যবহারকারীদের তথ্য দিতে বলে রুশ সরকার। কিন্তু তিনি এ প্রস্তাবে অস্বীকৃতি জানালে বিষয়টি এতদূর গড়ায়।
গ্যাজেটস নাউ অবলম্বনে আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি