Techno Header Top and Before feature image

বিটকয়েনে দেয়া যাচ্ছে জাকাত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিটকয়েনে জাকাত নেয়া শুরু করেছে লনডনের শ্যাকলওয়েল লেন মসজিদ।

সম্প্রতি ইন্দোনেশিয়ার ব্লসম ফাইন্যান্সের এক গবেষক বিটকয়েনকে ইসলামের আলোকে বিশ্লেষণ করে জানিয়েছেন, বিটকয়েন যেহেতু বেশিরভাগ বিক্রেতা ও ব্যবসায়ীরা লেনদেনে মুদ্রা হিসেবে ব্যবহার করছেন, তাই সেটি হালাল। সে অনুযায়ী কোনো মুসলিম বিটকয়েন সঞ্চয় করলে তার ওপর জাকাত দিতে বাধ্য।

ব্লকচেইন স্টার্টাপ কম্বো ইনোভেশনের প্রতিষ্ঠাতা গুরমিত সিং মসজিদের বিটকয়েন ওয়ালেট স্থাপনে সাহায্য করেছেন। তার মতে, যদি বিশ্বের এক শতাংশ বিটকয়েনও মুসলিমদের হাতে থাকে, তাহলেও তার মূল্য এক বিলিয়ন পাউন্ডের ওপর। সে অনুযায়ী অন্তত ২৬ মিলিয়ন পাউন্ডের সমমূল্যের বিটকয়েন জাকাত হিসেবে দান হওয়ার কথা।

তার মতে, ক্রিপ্টোকারেন্সিতে জাকাত দেয়ার ব্যবস্থা আরও আগে চালু করা উচিৎ ছিল। ধীরে ধীরে আরও মসজিদে বিটকয়েন ওয়ালেট চালু হবে বলে তিনি আশা করছেন।

এখনো পর্যন্ত বিটকয়েনে জাকাত এসেছে মাত্র একটি। তার মূল্যমান ১০০ পাউন্ডের কিছু বেশি। তবে ধীরে ধীরে মানুষ এ ব্যাপারে যতো জানবে, জাকাতের পরিমাণও তত বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন