ইউটিউবে বিশ্বকাপের অফিশিয়াল গান, মন ভরেনি অনেকের

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বকাপের অফিশিয়াল গান ‘লিভ ইট আপ’ এর অডিও সংস্করণ মুক্তি পেয়েছে ইউটিউবে

গানটি গেয়েছেন মার্কিন অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। তার সঙ্গে কন্ঠ মিলিয়েছেন মার্কিন শিল্পী নিকি জ্যাম ও কসোভোর আলবেনিয়ান বংশোদ্ভূত সংগীতশিল্পী ইরা ইস্ত্রেফ।

ইউটিউবে গানটি প্রথম আপলোড করেন নিকি জ্যাম। ২৪ মে মুক্তি পাওয়া ভিডিওটি ইতোমধ্যে দেখা হয়েছে ৬৩ লাখ ৬০ হাজার বার। কমেন্ট পড়েছে ২৩ হাজার ১৫১ টি। লাইক পড়েছে এক লাখ ৫১ হাজার ৩৯৬টি। ডিসলাইকের সংখ্যাও কম নয়। ভিডিওটি অপছন্দ করেছেন ২৮ হাজার ৬৭৮ ব্যবহারকারী।

Techshohor Youtube

১৯৬২ সালের চিলি বিশ্বকাপ থেকেই অনুপ্রেরণার বার্তা দিতে অফিশিয়াল গান প্রকাশ করছে ফিফা। প্রতি বার ওয়ার্ল্ড কাপ শুরুর এক মাস বাকি থাকতেই অফিশিয়াল গান প্রকাশ করা হয়। কিন্তু এবার মাত্র ২০ দিন বাকি থাকতে  অফিশিয়াল গান প্রকাশ করা হয়েছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকেই ক্ষোভ জানিয়েছেন। গান প্রকাশের পর ক্ষোভের পরিমাণ আরও বেড়েছে। অনেকেই জানিয়েছেন, এটি এ যাৎকালের সবচেয়ে বাজে অফিশিয়াল গান।

গানটি লাইভ শুনতে চাইলে অপেক্ষা করতে হবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। রাশিয়া ওয়ার্ল্ড কাপের সমাপনী অনুষ্ঠানে গানটি পরিবেশন করতে একসঙ্গে তিন শিল্পী মঞ্চে উঠবেন।

অনেকেই টুইট করে জানিয়েছেন, ২০১০ সালের বিশ্বকাপে শাকিরার ওয়াকা ওয়াকা গানটিই সেরা।

আনিকা জীনাত

*

*

আরও পড়ুন