Samsung IM Campaign_Oct’20

কোয়ালকমের সঙ্গে কাজ করবে ফেইসবুক

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: দ্রুতগতির ওয়াইফাই নেটওয়ার্ক তৈরির জন্য কোয়ালকমের সঙ্গে কাজ করবে ফেইসবুক।

তাদের লক্ষ্য, বিশ্বজুড়ে একদিন ফেইসবুকের ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে। সেজন্য নতুন ৬০ গিগাহার্জ ফ্রিকুয়েন্সি নেটওয়ার্ক ব্যবহার করা হবে, সে কাজটি করবে কোয়ালকমের নতুন নেটওয়ার্ক চিপসেট।

এ ব্যাপারে কোয়ালকম মুখপাত্র জানিয়েছেন, নতুন নেটওয়ার্ক শুধু শহরে নয়, গ্রামেও ভালভাবে কাজ করবে। তারা চেষ্টা করবেন নিশ্ছিদ্র নেটওয়ার্ক যাতে সবখানে পৌঁছে যায়।

আগামী বছরের মধ্যভাগ থেকে পরীক্ষানিরীক্ষা শুরু করবে ফেইসবুক ও কোয়ালকম। তবে কবে থেকে সবার জন্য সেবাটি চালু করা হবে তা নিয়ে কিছু জানা যায়নি।

এদিকে কোয়ালকম ৫ম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক নিয়েও কাজ করে যাচ্ছে। তাদের নেটওয়ার্ক চিপসেট ব্যবহার করবে নকিয়া, স্যামসাং ও অন্যান্য ফোন নির্মাতারা। তবে সে তালিকায় অ্যাপল নাও থাকতে পারে।

ধারণা করা হচ্ছে, ৫ম প্রজন্মের নেটওয়ার্ক ও ফেইসবুকের ওয়াইফাই প্রজেক্ট বিশ্বে তারের মাধ্যমে সংযোগের প্রয়োজন অনেকটাই কমাবে।

দ্য়া ভার্জ অবলম্বনে এস এম তাহমিদ

*

*

আরও পড়ুন