![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: নতুন ফ্ল্যাগশিপের তথ্য উন্মোচনের আগেই তা ওয়েবপেইজে দিয়ে দিয়েছে এইচটিসি। নতুন ফোনটির নম দেওয়া হয়েছে ইউ ১২ প্লাস।
এর মূল্য ধরা হয়েছে ৯২০ ডলার বা প্রায় ৭৮ হাজার টাকা। স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাস, অ্যাপল আইফোন ১০ বা হুয়াওয়ে পি২০ প্রোর সঙ্গে পাল্লা দেয়ার জন্যই ফোনটি তৈরি করা হয়েছে।
ফোনটির ডিজাইন বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ থেকে আলাদা। ডিসপ্লেতে নেই কোনো নচ, বডির ডিজাইনে গোলাকার ভাবও আনা হয়নি। পেছনের ডুয়েল ক্যামেরা নিচ করে নয় বরং দেয়া হয়েছে পাশাপাশি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আগের মতোই পেছনে দেয়া হয়েছে।
তবে ১৮:৯ ডিসপ্লে, এইচটিসির বুমসাউন্ড ডুয়েল স্পিকার, তাদের সুপার এলসিডি৬ প্রযুক্তির ডিসপ্লে, আর আইপি৬৮ পানি নিরোধী রেটিং থাকছে। বাদ যাচ্ছে না এইচটিসির নিজস্ব সেন্স ইন্টারফেইস। ফোনটি আনা হচ্ছে বেশ কয়েকটি মন মাতানো রঙে।
ইউ১২ প্লাসে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম আর ১২৮ গিগাবাইট স্টোরেজ। অপারেটিং সিস্টেম থাকবে অ্যান্ড্রয়েড ৮ ওরিও। সঙ্গে থাকবে ৩৫০০ এমএএইচ ধারনক্ষমতার ব্যাটারি। থাকছে না হেডফোন জ্যাক।
বুধবার ২৩ মে ফোনটি উন্মোচনের কথা রয়েছে।
দ্য ভার্জ অবলম্বনে এস এম তাহমিদ
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি