![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্লকচেইন ও চ্যাটবট অ্যাপ্লিকেশন ডিজাইন, উন্নয়ন ও এর বিস্তৃতি নিয়ে একসঙ্গে কাজ করতে চায় প্রযুক্তি প্রতিষ্ঠান লিডস কর্পোরশেন এবং লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেড।
প্রতিষ্ঠান দুটি রোববার এ সম্পর্কে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষর করেছে।
রাজধানীর বাংলামোটরে লিডস কর্পোরেশনের কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর করে লিডস এবং লঙ্কাবাংলা।
চুক্তির ফলে নতুন এমন সব প্রযুক্তি নিয়ে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। তারা অভিন্ন প্রযুক্তিগত উন্নয়নে একে অপরকে সহযোগিতা করবে।
লঙ্কাবাংলা সিকিউরিটিজের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নাসির উদ্দিন চৌধুরী এবং লিডস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ ওয়াহিদ।
মোহাম্মাদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, আমরা সবসময় নতুন প্রযুক্তি এবং প্রযুক্তিগত ধারণা নিয়ে কাজ করার চেষ্টা করি। এমন কাজে লিডস কর্পোরেশন নতুন কিছুই তৈরি করবে বলে আমাদের বিশ্বাস।
লিডস কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ ওয়াহিদ বলেন, গ্রাহকদের সেবা দিতে এই যৌথ উদ্যোগ আরো ফলপ্রসু হবে এবং সেবাকে আরো বিস্তৃত করবে। আমাদের ব্লকচেইন ও চ্যাটবটে কারিগরি জ্ঞান আছে ফলে লঙ্কাবাংলাকে সহায়তা করতে পারবো।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইমরান হোসেন মিলন