আগেই সতর্কবার্তা পেয়েছিলেন স্ন্যাপচ্যাট প্রধান

snapchat-techshohor1

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ন্যাপচ্যাটের রিডিজাইন সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিলো প্রতিষ্ঠানটির সিইও ইভান স্পিগেলকে। কিন্তু তারপরও অ্যাপটি রিডিজাইন করার পক্ষে মত দেন স্ন্যাপচ্যাট প্রধান।

গত ডিসেম্বরে স্ন্যাপচ্যাটের ইউজার ইন্টারফেইসে পরিবর্তন আনা হয়। এতে অনেক ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করা ছেড়ে দেন। অ্যাপলের অ্যাপ স্টোরে নেগেটিভ রিভিউয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৮৩ শতাংশে। অ্যাপটির ১২ লাখ ব্যবহারকারী পুরানো ডিজাইন ফিরিয়ে আনতে আবেদন পত্রেও সাক্ষর করেন।

এ ব্যাপারে সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, অ্যাপটির রিডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর সময় ব্যবহারকারীদের ফিডব্যাক ইতিবাচক ছিলো না। অ্যাপটিতে তাদের সময় কাটানোর হারও কমে যাচ্ছিলো।

Techshohor Youtube

দ্য ইনফরমেশন আরও দাবি করে, অ্যাপটি নতুনভাবে ডিজাইন করার জন্য সিইও স্পিগেল ডিজাইনারদেরকে খুবই কম সময় বেধে দেন। এমন কি তিনি এ ব্যাপারে ডিজাইন কিংবা ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভদের সঙ্গেও কোনো কথা বলেননি।

সম্প্রতি স্ন্যাপচ্যাট তাদের আবারও তাদের ডিজাইনে পরিবর্তন এনেছে। কিন্তু ইভেন স্পিগেল যদি ডিজাইনারদের কথা শুনতেন তাহলে প্রথম প্রান্তিকে ক্ষতির পরিমাণ এড়ানো যেত বলেই মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইউবার গিজমোদো অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন