![]() |
টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : ডোমেইন ব্যবস্থাপনার আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ‘ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস’ (আইসিএএনএন বা আইক্যান)-এর অনুমোদিত সদস্য হয়েছে দেশীয় কোম্পানি ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড।
এটিই বাংলাদেশের প্রথম কোন কোম্পানি হিসেবে আইক্যানের রেজিস্ট্রার স্বীকৃতি পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটি স্বতন্ত্র্যভাবে ডোমেইন বিক্রি করতে পারবে।
সাধারণত বাংলাদেশের ডোমেইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো রিসেলার বা থার্ড পার্টি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দেয়। আইক্যানের সদস্য হওয়াতে ইনোভেডিয়াস সরাসরি ডোমেইন বিক্রি করতে পারবে।
ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান টেকশহর ডটকমকে বলেন, আইক্যানের সদস্য হওয়াতে এখন ইনোভেডিয়াস সরাসরি ডোমেইন বিক্রি করবে। ফলে দেশের গ্রাহকরা সহজেই বিকাশ বা লোকাল আর্থিক সেবার মাধ্যমে ডোমেইন কেনার সুবিধা পাবেন।
তিনি আরো বলেন, বর্তমানের দেশের গ্রাহকরা যে দামে ডোমেইন কিনছেন তার চেয়ে কমদামে ইনোভেডিয়াস থেকে ডোমেইন কিনতে পারবেন।
এছাড়া দেশের সব ডোমেইন সেবাদাতা প্রতিষ্ঠান বিদেশী প্রতিষ্ঠান থেকে রিসেলার সেবা নিচ্ছে। ইনোভেডিয়াস থেকে সেবা নিলে দেশের টাকা দেশেই থাকবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠানটি জুনের প্রথম সপ্তাহ থেকে ডোমেইন বিক্রির সেবা শুরু করবে। প্রাথমিক অবস্থায় ইনোভেডিয়াস থেকে ৮০০ টপ লেভেলের ডোমেইন কেনা যাবে।
আইক্যানের সদস্যের তালিকা দেখা যাবে এই লিংকে। ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড সম্পর্কে জানা যাবে এই ঠিকানা থেকে।
তুসিন আহমেদ