Techno Header Top and Before feature image

উন্মোচিত হলো ওয়ানপ্লাস ৬

oneplus-6-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লন্ডনের এক ইভেন্টে উন্মোচন করা হয়েছে ওয়ানপ্লাস ৬।

যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটির দাম শুরু হয়েছে ৫৩০ ডলার থেকে। আগামী ২২ মে থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে।

Evaly in News page (Banner-2)

এর আগে বাজারে আসা ওয়ানপ্লাস ফাইভটির সঙ্গে নতুন ফোনটির ডিজাইনে বেশ পার্থক্য রয়েছে। তবে ফোন দুটির স্পেসিফিকেশনে খুব বেশি পার্থক্য নেই।

ওয়ানপ্লাস ৬ ফোনটিতে আছে ৬ দশমিক ২৮ ইঞ্চির নচ যুক্ত ডিসপ্লে, যার রেজুলেশন ১০৮০*২২৮০ পিক্সেল। অ্যাস্পেক্ট রেশিও ১৯:৯। ফোনের চারপাশে রয়েছে সরু আকারের বেজেল।

ফোনটির ৬ জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যাবে ৬৪ জিবি স্টোরেজ। ৮ জিবি র‍্যাম সংস্করণে পাওয়া যাবে ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি স্টোরেজ।

পেছনে থাকা ডুয়েল ক্যামেরার একটিতে আছে ১৬ মেগাপিক্সেল। অন্যটিতে আছে ২০ মেগাপিক্সেল। সামনের ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল।

এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১। ব্যাকআপের জন্য থাকছে ৩৩০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি। ফোনটিতে কুইক চার্জিং সুবিধাও রয়েছে।

ওয়ানপ্লাস ৬ পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক ও সিল্ক হোয়াইট রঙে। এর মধ্যে সিল্ক হোয়াইট রঙের ওয়ানপ্লাস ৬ ফোনটি পাওয়া যাবে আগামী ৫ জুন থেকে।

জিএসএম এরিনা ও বিজনেস ইনসাইডার অবলম্বনে আনিকা জীনাত

*

*

আরও পড়ুন