![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে নানা আয়োজন পালন হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস।
মূলতজাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) প্রতিষ্ঠা বার্ষিকীতেই এই দিবস পালন করা হয়। এবার ১৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে দিবসটি পালন হচ্ছে।
বিশ্বের ১৯৩টি দেশের সঙ্গে মিল রেখে দেশেও পালন করা হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিনটিকে ঘিরে চলছে নানা আয়োজন।
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালনের অংশ হিসেবে বুধবার রাজধানীতে রোড শো ও র্যালি বের করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। র্যালিটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
বিশ্ব টেলিযোগাযোগ দিবসে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওসমানী মিলনায়তনে। এছাড়াও, দিবসটিকে কেন্দ্র করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হ্যাকাথন ও অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আনিকা জীনাত
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি